কাপ্তাই রেশম বাগান মুসলিম পাড়ার নবনির্মিত বায়তুল করিম মসজিদের শুভ উদ্ধোধন

0

মাহফুজ আলম,নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটি কাপ্তাইয়ের চন্দ্রঘোনা রেশম বাগান মুসলিম পাড়ার নবনির্মিত বায়তুল করিম মসজিদ এর শুভ উদ্ধোধন করা হয়েছে। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় মুসল্লিদের উপস্থিতে যোহরের নামাজ আদায়ের মধ্য দিয়ে সূচনা হয়।

জানা যায়, কাপ্তাই চন্দ্রঘোনা রেশম বাগান মুসলিম পাড়ার বায়তুল করিম মসজিদের জন্য ভুমি দাতা মোঃ আবুল কাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্ধোধন করেন। উদ্বোধন শেষে হাফেজ মাওলানা শফিকুর রহমান দোয়া পরিচালনা করেন। 

 স্থানীয় মুসল্লিদের থেকে জানা যায়, প্রাথমিক পর্যায়ে উক্ত মসজিদটি নির্মিত হয়েছে  দুইচালা টিনের বিশিষ্ট পাকা আকর্ষণীয় মসজিদ। মসজিদ নির্মাণের ব্যায়ভার বহন করেন,পাকিজা ফাউন্ডেশন ও মানবিক বাজার এর পক্ষে। 

 উদ্যোক্তা মোঃ এরশাদ ছিদ্দিক, ইঞ্জিনিয়ার মো: ইসমাইলসহ বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা    মসজিদ নির্মাণে পিছনে অক্লান্ত পরিশ্রম করেন। 

বায়তুল করিম মসজিদ নির্মাণে আরও সহযোগিতা করেন, মোঃআবু বক্কর ছিদ্দিক, মোঃ আব্দুল রহিম,  আব্দুল আজিজ ও এলাকাবাসী। 

বায়তুল করিম মসজিদ ভুমি দাতা ও মসজিদ কমিটি সভাপতি মোঃ আবুল কাশেম  তার বক্তব্যে বলেন, মসজিদ করার বিষয়ে মুসল্লিদের দৃষ্টি আকর্ষণ করে বলেন- আপনারা  নামাজ পড়েন এবং পুরো পরিবারকে নামাজ আদায়ে অভ্যস্ত করান। আমাদের উচিত আমরা যেন আমাদের অতীত দুর্বলতা ঝেরে ফেলে দেই আর আজ থেকে যেন আমরা আল্লাহ এবং তাঁর রসূল হযরত মুহাম্মদ (সা.)-এর নির্দেশ অনুসারে শতভাগ প্রকৃত ইসলাম পালনে সচেষ্ট হই।

উদ্ধোধনের আরও উপষ্ঠিত ছিলেন, মোহাম্মদ  রাজিব আহসান, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, মোহাম্মদ আইয়ুব প্রমুখ। 

শেষে সবার মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.