রোটারী ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ইফতার মাহফিল

0

নিজস্ব প্রতিনিধি : রোটারী ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোটারী ক্লাব পাবনা নিউ সিটির ধারাবাহিকভাবে সামাজিক অর্থনৈতিক ও ধর্মীয় বিভিন্ন কমসূচির অংশ হিসাবে এবার রমজানে ও তারা সমাজের নানান শ্রেণি পেশার মানুষ কে নিয়ে এই ইফতার ও দোয়া মাহফিল করে দেশ জাতী ধর্ম বর্ন নির্বিশেষে ক্লাবের সকল সদস্যর আত্মীয় স্বজন সহ সকলের জন্য দোয়া করা হয়।

পার্থিব ও আখেরাতে রমজানের উপর আলোচনা ও দোয়া পরিচালনা করেন ক্লাবের ট্রেজারার রোটারিয়ান আবু দাউদ।

এসময় উপস্থিত ছিলেন ক্লাবের চাটার্ড প্রেসিডেন্ট রোটারিয়ান পিপি আবুল হোসেন, রোটারিয়ান পিপি এ‍্যাডঃ শাহজাহান আলী মন্ডল, রোটারিয়ান পিপি এ‍্যাডঃ আমিনুল ইসলাম পটল, পিপি আলতাফ হোসেন, পিপি আবু মোর্শেদ, আই পিপি মো জিল্লুর রহমান। রোটারিয়ান ডাঃ মন্জুরা রহমানের ও সেক্রেটারী মোস্তফা রিয়াজ শাহরিয়ারের তত্বাবনে ইফতার প্রোগ্রামটি সম্পন্ন হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ পিয়ার হোসেন বান্না।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.