বঙ্গবন্ধু শিক্ষা বীমা চালু হচ্ছে !

0

নিজস্ব প্রতিবেদক : ‘বঙ্গবন্ধু শিক্ষা বীমা’ চালু হচ্ছে ! আগামী ১ মার্চ জাতীয় বীমা দিবসে ঘোষণা করা হবে।

১৭ বছর পর্যন্ত শিশুদের জন্য অভিভাবকরা “বঙ্গবন্ধু শিক্ষা বীমা” করতে পারবেন। এজন্য বার্ষিক প্রিমিয়াম দিতে হবে মাত্র ৮৫ টাকা। বীমা পলিসি গ্রহণের পরে কোনও কারণে অভিভাবক মারা গেলে, ওই শিশু ১৭ বছর পর্যন্ত, মাসিক ৫০০ টাকা করে পাবে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে স্বল্প প্রিমিয়ামে অর্থাৎ মাত্র ১০০ টাকা দিয়ে এক বছরের জন্য দুই লাখ টাকার চিকিৎসা সুবিধাসহ চালু করা হচ্ছে ‘বঙ্গবন্ধু সুরক্ষা বীমা’। এছাড়া ১৬ লাখের বেশি প্রতিবন্ধীর জন্য স্বাস্থ্য বীমা পরিকল্পনা তৈরির কাজ চূড়ান্ত করা হয়েছে। চালু করা হচ্ছে ‘বঙ্গবন্ধু স্পোটর্সম্যান ইনস্যুরেন্স’।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.