চুয়াডাঙ্গায় ১১টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি

0
চুয়াডাঙ্গা থেকে পলাশ উদ্দীন : চুয়াডাঙ্গায় ১১টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি বৃহস্পতিবার রাতে স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার বুচিতলা গ্রামের ফুলবাড়ী সড়কে অভিযান চালানো হয়। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে পরিত্যক্ত অবস্থায় সড়ক থেকে দুই কেজি ৪১৬ গ্রাম (২০৭ ভরি দুই আনা দুই রত্তি) ওজনের ১১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার বুচিতলা গ্রামের ফুলবাড়ী সড়কে অভিযান চালানো হয়। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে পরিত্যক্ত অবস্থায় সড়ক থেকে দুই কেজি ৪১৬ গ্রাম (২০৭ ভরি দুই আনা দুই রত্তি) ওজনের ১১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তিনি আরও জানান, উদ্ধার স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি ৫৩ লাখ ২৮ হাজার ৭৯২ টাকা। উদ্ধার করা স্বর্ণ দর্শনা থানায় জমা দেয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান বিজিবির ওই কর্মকর্তা।
আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.