বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সোভিয়েত ও রুশ বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের অবদান শীর্ষক সেমিনারের আয়োজন করেছে ঢাকাস্থ রাশিয়ান হাউজ

0

নিজস্ব প্রতিনিধি : ঢাকাস্থ রাশিয়ান হাউসে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সোভিয়েত ও রুশ বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের অবদান শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের অর্থনীতির মূল খাতগুলোর উন্নয়নে রাশিয়ার সঙ্গে একাডেমিক বিনিময়ের গুরুত্ব তুলে ধরে স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরুতে এই অনুষ্ঠান শুরু হয়। বক্তারা জোর দিয়ে বলেন যে সোভিয়েত ও রাশিয়ান শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রশিক্ষিত হাজার হাজার পেশাদার দেশের শিল্প, বিজ্ঞান, সংস্কৃতি ও স্বাস্থ্যসেবা খাতে অমূল্য অবদান রেখেছেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে রাশিয়ার পরমাণু শিল্পের ৮০তম বার্ষিকী উপলক্ষে রোসাটম স্টেট কর্পোরেশনের সহায়তায় “রৌপ্য যুগের” মহান রুশ শিল্পীদের পুনরুৎপাদন নিয়ে একটি প্রদর্শনী উপস্থাপন করা হয়।

সেমিনারে সরকারি ও বেসরকারি সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.