বঙ্গবন্ধু’র স্নেহধন্য বেড়ার প্রয়াত উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদেরের সহধর্মিনী রওনাক জাহান রানু আওয়ামী লীগের মনোনয়ন চান

0

নিজস্ব প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য সদ্য প্রয়াত পাবনার বেড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান, বেড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের সহধর্মিনী রওনাক জাহান রানু আসন্ন বেড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চান। ইতোমধ্যে শারীরিক প্রতিবন্ধি ও উচ্চ শিক্ষায় শিক্ষিত তার দুই ছেলে সন্তান মায়ের জন্য সমর্থন পেতে মাঠে নেমেছেন। বেড়া উপজেলার সর্বস্তরের মানুষের কাছে যাচ্ছেন, দেখা সাক্ষাৎ করছেন, মায়ের জন্য তারা দোয়া, ভালোবাসা ও প্রার্থীতা পেলে ভোট প্রার্থনাও করছেন। স্বামী হারানোর ৪০ দিন অতিকান্ত না হওয়ায় রওনাক জাহান রানু বাড়িতেই অবস্থান করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম, মুঠোফোনে সবার সাথে সব সময় যোগাযোগ অব্যাহত রেখেছেন। পাশাপাশি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দাবী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বেশ প্রচার-প্রচারণা।

রওনাক জাহান রানু বিডি২৪ ভিউজ কে জানান, আমার প্রয়াত স্বামী দীর্ঘ ৫০ বছর আওয়ামী লীগের রাজনীতির জন্য নিবেদিত ছিলেন । তিনি ছিলেন দেশপ্রেমিক যোদ্ধা। আমি ও আমার সন্তান এবং আত্মীয়-স্বজন গর্ববোধ করি একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী, সন্তান ও স্বজন হতে পেরে। আমার স্বামী জনগণের কথাই চিন্তা করতেন সবসময়। সর্বস্তরের মানুষের ভালোবাসায় বারবার তিনি নির্বাচিত হয়েছেন। তিনি সকল শ্রেণি পেশার মানুষের ভেতরে মিশে যেতেন। বিপদে আপদে যে কোন সময় আমার স্বামীকে বেড়া উপজেলার মানুষ কাছে পেয়েছেন। রওনাক জাহান রানু বলেন, আমার দুটি ছেলে সন্তান। বড় ছেলে শারীরিক প্রতিবন্ধি (জন্মগতভাবেই কব্জি থেকে দুটো হাত নেই)। এখন দুই এতিম সন্তানকে নিয়েই আমার পথচলা। একজন মুক্তিযোদ্ধার স্ত্রী, স্বাধীনতার স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের নিবেদিত, পরীক্ষিত একজন নেতার স্ত্রী। এতিম দুটি সন্তানের মা হিসেবে দলীয় প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে স্বামীর অসমাপ্ত কাজ সম্পন্ন করতে তার ভালোবাসা চাই। চাই দলীয় মনোনয়ন।

তিনি আরও বলেন, আমার স্বামীর অসমাপ্ত কাজের পাশাপাশি এলাকার শিক্ষাব্যবস্থা, রাস্তাঘাট, কালভার্ট-ব্রিজ, নারী উন্নয়নে কর্মসংস্থান, বেকার সমস্যা দূরীকরণ, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড, ছিনতাইরোধসহ সরকারের উন্নয়নমুখি সকল উদ্যোগ নিষ্ঠা আর দূর্নীতি মুক্ত হয়ে বাস্তবায়ন করতে চাই। প্রয়াত উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের বড় ছেলে আবেদীন কাদের আদর জন্মগত ভাবেই কব্জি থেকে দুটো হাত নেই। তবুও থেমে নেই তিনি। ২০১২ সালে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে এইচআরএম’র উপর এমবিএ সম্পন্ন করেছেন। তিনি বর্তমানে বেড়া উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। ছোট ছেলে রাশেদীন কাদের আম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ অধ্যায়নরত।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.