কাপ্তাই চিৎমরম বৌদ্ধ বিহারের উদ্যোগে ৭ মন মা মাছ কর্নফুলী নদীতে অবমুক্ত

0

মাহফুজ আলম, কাপ্তাই থেকে : রাঙ্গামাটি কাপ্তাইয়ের ঐতিহাসিক চিৎমরম বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির উদ্যোগে মানবতার কল্যানে বৌদ্ধ বিহারের নিজস্ব পুকুরের দীর্ঘদিনের চাষ কৃত বিভিন্ন প্রজাতির সাত মণ মা মাছ ১৪ মার্চ রবিবার বৌদ্ধ ধর্মালম্বীদের রীতিনীতি মেনে চিৎমরম কেয়াংঘাট হতে কর্নফুলী নদীতে অবমুক্ত করা হয় বড় বড় মাছ.উল্লেখ্য প্রতিটি মাছ ১৫থেকে ২০ কেজি ওজনের ছিল। কাপ্তাইয়ের চিৎমরম বৌদ্ধ বিহার ভান্তে ওয়াসামি জানান,বৌদ্ধ বিহার পুকুর থেকে শত পুন্যনার্থীদের উপস্থিতে বৌদ্ধ বিহার পুকুর থেকে পাওয়া কাতাল মাছ,রুইসহ ছোট বড় জাতীয় প্রজাতির প্রায় সাত মণ মাছ বংশ বিস্তারের লক্ষ্যে কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হয়।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.