কাপ্তাই চিৎমরম বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসব সম্পন্ন

0

মাহফুজ আলম, কাপ্তাই (রাঙ্গামাটি) থেকে : কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারে দায়ক দায়িকাদের উদ‌্যোগে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে রবিবার (২৯ই নভেম্বর) দিনব‌্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ্যাডভোকেট হ্লাথোয়াই মারমা সঞ্চালনায় চিৎমরম বৌদ্ধ বিহার আহবায়ক মংসুইপ্রু মারমা, স্বাগত বক্তব্য আধাক মারমা,অধ্যক্ষ চিৎমরম বৌদ্ধ বিহার মহা সংঘ নায়ক রাজ নিকায়, ভদন্ত পামোক্ষা মহাথের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে দানোত্তম কঠিন চীবর দানৎসব ,উপাস্পাদা,পিন্ডদান, হাজার বাতি দান,আকাশ প্রদ্বীপ পূজা, নানাবিধ দানের উসর্গ করা হয়।অনুষ্ঠানের দুর-দুরান্ত থেকে কয়েক হাজারো পুণ‌্যার্থীর সমাগম ঘটে।উপস্থিত পুণ্যার্থীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা জন্য চিৎমরম বৌদ্ধ বিহার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উদ্যোগে কঠিন চীবর দান উৎসবে বিনামূল্যে সাড়ে দুই হাজার মাক্স এবং স্যানিটাইজার বিতরণ করা হয়।
উৎসব মূখর পরিবেশে উদযাপিত হয়েছে বৌদ্ধদের দানোত্তম কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী তীর্থ স্থান। উক্ত বিহারে দায়ক-দায়িকা বৃন্দের উদ্যোগে প্রতিবছর ন্যায় এ বছর ধর্মীয় মর্যাদা দান শ্রেষ্ট কঠিন চীবর দানোৎসব উদযাপন করা হয় ও কঠিন চীবর কল্পতরুকে প্রদক্ষিন করা হয় পুরো গ্রামে সাধু সাধু সাধু ধবনিতে মূখর হয়ে উৎসব।পরে ভগবান বৌদ্ধের প্রতিকূতিতে পুষ্পমাল‌্য প্রধানসহ ও ভিক্ষু সংঘকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেন পুণ‌্যার্থীরা।প্রধান উপস্থিত থেকে প্রদ্ধীপ প্রজ্জলনের মাধ‌্যমে অনুষ্ঠানের উদ্ধোধন করেন অধ্যক্ষ, ভদন্ত পামোক্ষা মহাথের বৌদ্ধ বিহার চিৎমরম । প্রধান আলোচক ছিলেন ভদন্ত পঞ্ঞাসিরি থেরো,বিশেষ দায়ক কাপ্তাই উপজেলা আ’লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী, এছাড়া ও বিশেষ অতিথি হিসেবে আছেন থোয়াই চিংমং মারমা রাঙ্গামাটি জেলা সদস্য।অনুষ্ঠান আয়োজন করেছেন,চিৎমরম দায়ক-দায়কা বৃন্দ।সেসময় আরোও উপস্থিত ছিলেন, স্হানীয় বৌদ্ধগন।২৯/১১/২০২০ ইং।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.