কুড়িগ্রামে সাবেক ছাত্রলীগ নেতার কব্জি কর্তন : সড়ক অবরোধ

0

আল এনায়েত করিম রনি, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও কুড়িগ্রাম মজিদা আদর্শ মহাবিদ্যালয়ের প্রভাষক আতাউর রহমান মিন্টুর হাতের কব্জি কর্তন করেছে সন্ত্রাসীরা। তার ডান হাতের কব্জি কর্তন ছাড়াও বাম হাত ও ডান পা কেটে নেয়ার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের রামরতন গ্রামে বিলের মাঝখান দিয়ে যাওয়া সড়ক সংলগ্ন ব্রীজের পাশে এ ঘটনা ঘটে। গুরুত্বর অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মিন্টুর বড় ভাই রাজু মিয়া জানান, আতাউর রহমান মিন্টু দুই বন্ধুসহ মোটর সাইকেলযোগে আসার সময় পূর্ব শত্রুতার জের ধরে বিপরীত দিকে থেকে ৩টি মোটর সাইকেলে ৬-৭ জন সন্ত্রাসী এসে তাদের উপর আক্রমণ করে। এতে তার দুই বন্ধু পালিয়ে গেলেও উপর্যুপরি আঘাতে মিন্টু গুরুত্বর আহত হন।

পরে গ্রামবাসীদের সহায়তায় তাকে মুমুর্ষু অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুন ও সাবেক জেলা ছাত্রলীগের সেক্রেটারী রনি কুড়িগ্রাম শাপলা চত্বরে অবরোধকালিন সময়ে জানান, কাল সকালের মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে আবার আগামিকাল সকাল থেকে অবরোধ চলবে। বিকেল ৬টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়। কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা জানান, প্রাথমিকভাবে জানা গেছে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে। এ নি:শংহ ঘটনাকে আমরা সাপোর্ট করবো না। যারা এ ঘটনার সাথে জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে পুলিশ কঠোর অবস্থানে আছে। সকলকে শান্ত থাকতে হবে আমরা অচিরেই আসামীদের আটক করবো।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.