পাবনার সুজানগরে নানা আয়োজনে এমপি ফিরোজ কবিরের জাতির জনকের জন্মশতবর্ষ উদযাপন

0

পাবনা প্রতিনিধি : পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরের উদ্যোগে নানা আয়োজনে পালন করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। দিবসের প্রথম দিন বিকেল ৫ টায় উপজেলার সাতবাড়িয়া ডিগ্রী কলেজ মাঠে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত স্মৃতি স্তম্ভে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সুচনা করা হয়। পরে মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভ মঞ্চে শিশুদের সাথে নিয়ে দলীয় নেতাকর্মীসহ সুধীজনদের অংশগ্রহণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের বিশাল কেক কেটে আনন্দ উল্লাস করা হয়। এরপর আয়োজন করা হয় আলোচনা সভার। সাতবাড়িয়া ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হকের সভাপতিত্বে ও অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল বাসেতের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা -২ আসনের সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথি ছিলেন সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুল ওহাব, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, বেড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সাহা, যুগ্ম সম্পাদক আফজাল হোসেন। অন্যান্যর মধ্যে বক্তব্য দেন সুজানগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস,এম, শসমছুল আলম, বাংলারদশ আওয়ামী লীগের উপ-কমিটির বন ও পরিবেশ বিষয়ক সদস্য রেজাউল ইসলাম, দুুুুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, হাটখালি ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে সন্ধ্যা ১০০ টি ফানুস উড়ানো এবং সমপরিমাণ আতশবাজি ফোটানো হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা, কুষ্টিয়া লালন একাডেমীসহ বিভিন্ন স্তরের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। এদিন সকালে সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির স্থানীয় এতিম খানায় শতাধিক এতিম ছাত্রদের নিজ হাতে খাইয়ে দেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.