সাঁথিয়া ইউএনও যেভাবে বন্ধ করলেন বাল্য বিবাহ ।

সাঁথিয়ায় বাল্য বিবাহ বন্ধ করলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.জামাল আহমেদ ।

0

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের বিলসলঙ্গী গ্রামের স্কুল পড়ুয়া এক ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.জামাল আহমেদ ।
গত ১২ জুন গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.জামাল আহমেদ ধুলাউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জরিপ আহমেদ মাষ্টার ও সাঁথিয়া থানা পুলিশের সহযোগিতায় এ বাল্য বিবাহ বন্ধ করেন । পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের বিলসলঙ্গী গ্রামের মো:মোতাহার হোসেনের স্কুল পড়ুয়া মেয়ে তাহমিনা খাতুনের সাথে দ্বিতীয় বার বিয়ে করতে আসে একই গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে ঢাকার আশুলিয়া সাভারে ডেকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ কোম্পানীতে আইটি এক্সিকিউটিভ হিসেবে কর্মরত মো: মামুন হাসান ।
ধুলাউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জরিপ আহমেদ মাষ্টার জানান সাঁথিয়া থানার অফিসার্স ইনচার্জের নির্দেশে উক্ত থানার এস.আই সরোয়ার হোসেন ও গ্রাম পুলিশ মোহাতার হোসেনের বাড়িতে গিয়ে বাল্য বিবাহ করতে গেলে বিয়ে করতে আসা বর মামুন হাসান পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায় । পরে ছেলে ও মেয়ে পক্ষ পুলিশকে কথা দেয় যে, তারা আর এ বিবাহ দেবে না । এই শর্তে পুলিশ তাদেরকে কোন শাস্তি না দিয়ে চলে যায়।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.