না ফেরার দেশে বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুল মোত্তালিব

0

ঈশ্বরদী প্রতিনিধি : ঈশ্বরদীর কৃতি সন্তান বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুল মোত্তালিব করোনায় আক্রান্ত হয়ে আজ বৃহস্পতিবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। প্রফেসর ড. আব্দুল মোতালেব বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি (ইউসেট) বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ডেজিগনেট) হিসেবে কর্মরত থাকা অবস্থায় মৃত্যু বরণ করে। ইতিপূর্বে তিনি গাজিপুরে বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজির বিভাগীয় প্রধান ছিলেন। ডা. আব্দুল মোতালেব রুপপুর বিবিসি বাজারস্থ মরহুম ডাক্তার ঈমান আলীর দ্বিতীয় পুত্র এবং রুপপুরের জিসান হৃদ মেমোরিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা। এছাড়া তিনি পাকশী রেলওয়ে চন্দ্রপ্রভা বিদ্যাপীঠের প্রাক্তণীর দায়িত্ব পালন করছিলেন।

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.