ভিলেজ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে মাঠ সংস্কার

0

মামুন রহমান ,পাবনা থেকে : পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের স্থল গ্রামে খেলার মাঠ খেলাধুলা করার অনুপযোগী হওয়ায় সংস্কার করলেন স্থল গ্রামের ভিলেজ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগী যুবকরা। স্থল গ্রাম চলনবিলের মাঝে হওয়ায় বছরের বেশি সময় মাঠ থাকে পরিত্যাক্ত। বিল থেকে বন্যার পানি নেমে গেলেও মাঠ নিচু হওয়ায় পানি জমে থাকায় তাদের দুই মাস অপেক্ষায় থাকতে হয় খেলাধুলা করার জন্য। তাছাড়া একটু বৃষ্টি হলেই জমে যায় পানি। ছোট ছোট শিশু কিশোর যুবক সেখানে খেলতে পারে না। আশেপাশে গ্রাম গুলোর মধ্যে স্থল একটি মাত্র খেলার মাঠ। সেই মাঠের এমন বেহাল অবস্থা দেখে স্থল ভিলেজ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সদস্যরা হতাশ না হয়ে বরং সবাইকে নিয়ে শুরু করে মাঠ সংস্কার কার্য্যক্রম। ভিলেজ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি জিয়াউর রহমান (বাচ্চু) বলেন,আমাদের খেলার মাঠ অসমতল থাকার কারণে আমরা এই মাঠে খেলতে পারি না ,আমাদের ছোট ছোট ভাইয়েরা খেলতে পারে না।

এভাবে যদি চলতে থাকে এলাকার সব খেলাধুলা উঠে যাবে। এলাকার যুব সমাজ মাদক গ্রহণসহ নানা অপকর্মে লিপ্ত হবে। আমরা এলাকায় মাদকের বিরুদ্ধে যে কাজ করছি সেটাও বৃথা হয়ে যাবে। তিনি আরও বলেন, আমাদের সংগঠনে আমরা ৫০ জন সদস্য আছি সবাই মিলে এক সাথে আমরা সবাই আমাদের গ্রামের উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি, তাছাড়া এর আগে আমরা আমাদের গ্রামের বন্ধ হয়ে যাওয়া মাদ্রাসা পূনরায় চালু করেছি সেখানে অনেক ছোট ছোট ছেলে মেয়ে পড়ালেখা করে। তিনি বলেন, আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছি ভবিষ্যতেও করে যেতে চাই। সভাপতি বলেন, আমাদের সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন। তিনি বলেন, আমরা আমাদের নিজ অর্থ জমিয়ে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছি। তিনি আরও জানান,এমন ভালো কাজে যদি যুব সমাজসহ সবাই এগিয়ে আসে সোনার বাংলা গড়তে বেশিদিন সময় লাগবে না। শুধুমাত্র সরকারি সহায়তার দিকে না তাকিয়ে নিজেরা একত্রিত হয়ে এমন একটি ভালো কাজ করছে এ উদ্যোগটি প্রশংসা করছে এলাকার জনগণ।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.