চরের মানুষের লাভবান ফসল বাদাম চাষ অথচ বাদাম চাষীদের প্রতি দৃষ্টি নেই কৃষি বিভাগের

0

নকলা প্রতিনিধি : নকলা উপজেলার চর বসন্তি, দেবুয়ার চর ও ময়মনসিংহের মহিষছড়া গ্রাম ৩ টিতে প্রায় ১০০ কৃষক রয়েছে বাদাম চাষের জন্য তাদের বাড়ির আশেপাশে বাদাম চাষ করার উপযুক্ত জমি রয়েছে । চাষী সমশের আলী বিডি২৪ভিউজ কে জানালেন এক একর জমিতে বাদাম চাষ করলে দেড় লাখ টাকার বাদাম উৎপাদন হয় । ঐ জমিতে পানি ধরেনা রাখার কারনে বোর ফসলও ফলাতে পারছেন না তারা । সরকারী উদ্দ্যোগে বীজ ও সার কোন কিছুই তাদেরকে দেওয়া হয়নি । কৃষিবিভাগ থেকে কোন পরামর্শ দেওয়া হয়নি তারপরও আগাম বাদাম চাষ করে কিছু কিছু কৃষক অতি লাভের স্বপ্ন দেখছেন ।

 

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.