কাপ্তাইয়ের পাহাড়ে কাঠভর্তি জিপ উল্টে আহত – ৩

0

মাহফুজ আলম, কাপ্তাই : রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের হরিনছড়া ২নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত দুর্গম লক্ষীধন কারবারি পাড়া এলাকায় কাঠভর্তি চাঁদের গাড়ি ( জিপ) উল্টে ৩ জন উপজাতীয় যুবক গুরত ভাবে আহত হয়েছ । আজ রবিবার ২৫ এপ্রিল বেলা আনুমানিক ২টার সময় এ দুর্ঘটনা ঘটে। কাঠ ভর্তি চাঁদের গাড়ি নিয়ে তারা ভাঙ্গামূড়া হতে হরিনছড়ার দিকে যাচ্ছিলেন বলে আহতরা জানান। দুর্ঘটনায় আহতরা হলেন, কাপ্তাই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভাঙ্গামূড়া তনচংগ্যাপাড়ায় উপাঞ্জন তংচঙ্গ্যা (২৫) ও সুরেশ তনচংগ্যা এবং একই ইউনিয়নের হরিনছড়া ২নং ওয়ার্ডের মং থোয়াই মারমা।

দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে তাদের চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে নিয়ে আসেন। আহতদের মধ্যে মং থোয়াই এর মাথায় আঘাত গুরুতর বলে জানান হাসপাতালের বিশেষজ্ঞ সার্জারি চিকিৎসক ডা. বিলিয়ম সাংমা।তিনি জানান, তাঁর মাথায় আঘাত গুরুতর। তাকে আমরা পর্যবেক্ষণে রেখেছি৷ উল্লেখ্য, গত তিন মাস পূর্বে এ অবৈধ চাঁদের গাড়িতে করে ঝুঁকি নিয়ে যাত্রী বহন অবৈধ ব্যাবসার কার্যক্রম করা কালে ভাঙ্গামোড়া এলাকায় দুই জন নিহত ও ৪জন আহত হয়েছে। এ ব্যাপারে কাপ্তাই থানার ওসি নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে এ দুর্ঘটনায় তিন জন আহত হলেও এখনো কোন মামলা হয়নি কাপ্তাই থানায়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.