তামাকপণ্য বিক্রয়ে লাইসেন্সিং ব্যবস্থা নিশ্চিত হলে বাংলাদেশ হবে ধূমপানমুক্ত

0

তৌহিদ উদ দৌলা রেজা মেহেরপুর থেকে : বিভিন্ন পৌরসভায় ইতোমধ্যে লাইসেন্সিং ব্যবস্থা চালু হয়েছে। যা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে আরো গতিশীলতা বৃদ্ধি করবে। লাইসেন্সিং ব্যবস্থা চালু হলে ভ্রাম্যমান তামাকপণ্য বিক্রি বন্ধ হবে, সহজ প্রাপ্যতা কমলে তামাকের ব্যবহারও কমবে।২০৪০ সালে বাংলাদেশ হবে ধূমপানমুক্ত প্রধানমন্ত্রীর এই ঘোষনা বাস্তবায়নে বেশ জোরালোভাবেই কাজ করছে তামাক বিরোধী সংগঠনগুলো। অনলাইন প্লাটফরম জুম অ্যাপের মাধ্যমে বুধবার সকাল ১১ টায় লাইসেন্সিং কার্যক্রম বিষয়ে জাতীয় পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক সভায় বক্তারা এ কথাগুলো বলেন।

আন্তর্জাতিক দাতা সংস্থা দি ইউনিয়ন এর অর্থায়নে ও এইড ফাউন্ডেশন আয়োজিত সভায় বিগত দিনের অভিজ্ঞতাসহ মূলপ্রবন্ধ উপস্থাপন করেন এইডের প্রকল্প পরিচালক শাগুফতা সুলতানা। এসময় বক্তারা আরও বলেন, লাইসেন্স বাধ্যতামূলক করা হলে যত্রতত্র তামাকপণ্য পাওয়া যাবেনা, শিক্ষা প্রতিষ্ঠানের পাশে দোকান না থাকলে নতুন প্রজন্মও ধূমপান থেকে অনেকাংশেই বিরত থাকবে বলে আশা করা যায়। লাইসেন্স নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভূমিকা সবচেয়ে বেশি। তবে আমরা আশাবাদি যেহেতু বেশ কিছু পৌরসভা লাইসেন্সিং ব্যবস্থা চালু করেছেন। পর্যায়ক্রমে সারাদেশের সকল সিটি কর্পোরেশ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদও এই ব্যবস্থা চালু করবে।

এইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তারিকুল ইসলাম পলাশের সভাপতিত্বে অভিজ্ঞতা বিনিময় সভায় উপস্থিত ছিলেন ধামরাই পৌর মেয়র গোলাম কবির, কক্সবাজার পৌর মেয়র মজিবুর রহমান, সাভার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, দি ইউনিয়নের কারিগরী পরামর্শক এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম তাহিন, কনসালটেন্ট হামিদুর রহমান খান, ডাস এর পরামর্শক আমিনুল ইসলাম বকুল, গ্রাম বাংলা উন্নয়ন কমিটির পরিচালক খন্দকার রিয়াজ হোসেন, নাটাব এর প্রকল্প সমন্বয়কারী খলিলুর রহমান, বাটা প্রতিনিধি সৈয়দা অনন্যা রহমান, টিসিআরসির প্রকল্প কর্মকর্তা ফারহানা জামান লিজা, ঢাকা আহসানিয়া মিশনের শারমিন আক্তার রিনি, পদ্মার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান, স্বাবলম্বীর নির্বাহী পরিচালক হাফিজুর রহমান, দিপ্তানিয়া সমাজ কল্যাণ সোসাইটির নির্বাহী পরিচালক আফরোজা সুলতানা, পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আবু নাসের অনিক।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.