পাবনায় করোনায় মৃতদেহ দাফনে স্বেচ্ছাসেবক দলকে সংবর্ধনা ও অনুদান প্রদান করেছেন সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স

পাবনায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃতদের মরদেহ সৎকারে কাজ করা স্বেচ্ছাসেবক দলকে সংবর্ধনা ও দাফন তহবিলে এক লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করেছেন সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

0

পাবনা প্রতিনিধি: পাবনায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃতদের মরদেহ সৎকারে কাজ করা স্বেচ্ছাসেবক দলকে সংবর্ধনা ও দাফন তহবিলে এক লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করেছেন পাবনা সদর আসনের সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স। আজ বৃহঃস্পতিবার দুপুরে শহরের রাধানগরে কোয়ান্টাম ফাউন্ডেশনের কার্যালয়ে উপস্থিত হয়ে সংগঠনটির সৎকার দলের সদস্যদের সাথে পরিচিতি সভা শেষে তাদের তহবিলে এ অর্থ সহায়তা প্রদান করেন সংসদ গোলাম ফারুক প্রিন্স।

সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেন, ধর্মীয় রীতি মেনে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী স্বেচ্ছাসেবকরা ধর্মের মানুষেরই মরদেহ সৎকার করছেন। করোনা মহামারীর দূর্যোগময় মূহুর্তে সাহসিকতার অনন্য নজির স্থাপন করলেও অনেক ক্ষেত্রেই তাদের সাথে স্থানীয়রা অমানবিক আচরণ করছেন। স্বেচ্ছাসেবীরা মরদেহ দাফনে যেভাবে রাত দিন করছে, আমরা তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এ সময় সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স তাদের যেকোন প্রয়োজনে পাশে থাকার ঘোষণা দেন।

প্রসঙ্গত, গত এক মাসে পাবনায় করোনা আক্রান্ত কিংবা উপসর্গে মারা যাওয়া একজন খ্রিস্টান ও তিনজন হিন্দুসহ অন্তত ২০ জনের মরদেহ সৎকার করেছেন কোয়ান্টাম ফাউন্ডেশনের ও তহুরা আজিজ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা। আক্রান্ত হবার ভয়ে যখন তাদের স্বজন ও ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মীরাও মরদেহের শেষকৃত্য সম্পাদনে অপারগতা প্রকাশ করছে, তখনই পরমাত্মীয় পাশে দাঁড়াচ্ছেন পাবনার এই অকুতোভয় স্বেচ্ছাসেবীরা।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.