নেত্রকোণায় করোনায় মৃতদেহ দাফনে কাজ করছেন স্বেচ্ছাসেবক বিশেষ টিম
করোনা আক্রান্তে মৃতদেহ রেখে পালিয়ে যান স্বজনরা, দুরে সরে যান প্রতিবেশিরাও। ফলে মরদেহের গোসল, জানাজা, দাফন নিয়ে দেখা দিচ্ছে নানা জটিলতা।
মেহেদী হাসান আকন্দ নিজস্ব প্রতিনিধি নেত্রকোণা : করোনা আক্রান্তে মৃতদেহ রেখে পালিয়ে যান স্বজনরা, দুরে সরে যান প্রতিবেশিরাও। ফলে মরদেহের গোসল, জানাজা, দাফন নিয়ে দেখা দিচ্ছে নানা জটিলতা। করোনা মহামারীতে এদৃশ্য রোজকার। করোনার এই মহাসংকটে যখন কেউ এগিয়ে আসেনা তখন ভয়কে জয় করে মানবিকতার সেবায় নিজেদেরকে নিয়োজিত রেখেছেন নেত্রকোণার একদল যুবক। নাম দিয়েছেন বিশেষ টিম। তারা স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশিত সামাজিক সুরক্ষা বজায় রেখে জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া মরদেহ ধর্মীয় বিধানমতে গোসল, জানাজা এবং দাফনের ব্যবস্থা করছেন। এছাড়াও তারা পরিচালনা করছেন করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম।
বিশেষ টিমের প্রধান সমন্বয়ক গাজী মোহাম্মদ আব্দুর রহিম জানান, করোনার থাবায় সারা দেশ যখন বিপর্যস্ত, তখন কিছু মানুষ জীবনের তোয়াক্কা না করে এর বিস্তার রোধে কাজ করে যাচ্ছেন। এই লড়াইয়ের অগ্রভাগের সৈনিক চিকিৎসক, স্বাস্থ্যকর্মি, আইন-শৃঙ্খলা বাহিনী, গণমাধ্যমকর্মিরা সহ জরুরীসেবার সদস্যরা। মানবজাতিকে রক্ষায় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন তারা। মৃত্যুর পর মরদেহের গোসল, জানাজা, দাফনের ব্যবস্থা করে এই লড়াইয়ে নিজেদের সম্পৃক্ত করতে পেরে গর্বিত বোধ করছি। এমনকি পবিত্র ঈদের দিনেও আমরা দাফনের কাজ সম্পন্ন করেছি।
তিনি আরোও জানান, আমরা বেসরকারিভাবে সুবিধা বঞ্চিতদের মাঝে ত্রাণ বিতরণ, মুমূর্ষু রোগীদের জরুরী রক্ত দান, এতিম বাচ্চাদেরকে শিক্ষার জন্য ফ্রী মাদরাসায় ভর্তি, দূর্গত এলাকায় জরুরী সেবা প্রদান এবং যৌতুক বিহীন বিয়ে সাদী’র নিয়মিত ব্যবস্থা করে আসছি।
মানব সেবায় বিশেষ এ টিমে রয়েছেন, প্রধান সমন্বয়ক গাজী মোহাম্মদ আব্দুর রহিম, হাফেজ আবুল কাসেম, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা মোহাম্মাদুল্লাহ নাঈম, মাওঃ মুর্শিদ আলম সিরাজী, মাওঃ মোস্তফা আহমদ জিহাদি, মুফ্তি জহিরুল ইসলাম শাহ্পুরী, মাওলানা জাকারিয়া রাহী, হাফেজ আব্দুল মোতালিব, হাফেজ রহুল আমিন, মোহাম্মদ মাহবুবুল আলম, মোহাম্মদ মামুন, রমজান মিয়া, নও মুসলিম আনাস আহমাদ, ফাহিম রহমান খাঁন পাঠান, মাওলানা আহম্মদ চাকি, মাওলানা মুস্তফা জিহাদী, নুরে আলম চৌধুরী মুন্না।