সরকারের উন্নয়ন কাজে কোন অনিয়ম মেনে নেওয়া হবে না- এমপি প্রিন্স
পাবনা সদরে মালিগাছায় ১ কোটি টাকা ব্যয়ে দু’টি রাস্তা মেরামত কাজের উদ্বোধন
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নে ১ কোটি ১লক্ষ টাকা ব্যয়ে দু’টি রাস্তা মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নটির রুপপুর বাজার হতে শ্রীকৃষ্ণপুর বাংগাবাড়ি হাট রাস্তা ও মালিগাছা আবুলের ঢাল হতেকমল বাগান ভায়া ঘরন্যাগরা রতন মোল্লার বাড়ী পর্যন্ত পর পর এ দু’টি রাস্তা উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি। উদ্বোধন কালে এমপি গোলাম ফারুক প্রিন্স বলেন, সরকারের উন্নয়ন কাজে কোন প্রকার অনিয়ম মেনে নেওয়া হবে না। রাস্তা নির্মাণে ও সরকারের অন্যান্য উন্নয়নের কাজ ঠিকাদারদের সঠিক ভাবে করতে হবে। আর এসব উন্নয়ন কাজ সঠিক ভাবে বুঝে নেওয়ার জন্য স্থানীয়দের অনুরোধ জানান তিনি।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার কোন অনিয়ম , দুর্নীতি পছন্দ করে না। যে ব্যক্তি সরকারি উন্নয়ন কাজে অনিয়ম ও দুর্নীতি করবে তার বিরুদ্ধে দলীয় ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। উদ্বোধন কালে উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের সভাপতি ফুরকান আলী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জালাল উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, বন ও পরিবেশ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, মালিগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি খন্দকার আহমদ শরীফ ডাবলু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আবুল বাশার, বিশিষ্ট ব্যবসায়ী আরিফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ন সম্পাদক আবুল হোসেন, বন ওপরিবেশ সম্পাদক আব্দুল কুদ্দুস, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আশরাফ আলী, ৭ং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ , জেলা ছাত্রলীগের সহ সভাপতি রকি সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।