অনন্য দৃস্টান্ত স্থাপন করলেন জগদিশ চন্দ্র রায়

0

সত্যেন্দ্র নাথ রায় নীলফামারী প্রতিনিধি : প্রাইমারী সরকারী স্কুলের নামে ২৭ শতাংশ জমি বিনামূল্যে দান করলেন বাবু জগদীশ চন্দ্র রায়।
নীলফামারীর ডোমারে শালমারা বন্দরপাড়া সরকারী প্রাইমারী স্কুলের জায়গা হাইওয়ে রাস্তারমধ্যে পরে যাওয়ায় বিদ্যালয়টি টিকে রাখায় দ্বায় হয়েপরে। প্রশংগত,স্কুলটি বিলুপ্তি করে পাশের স্কুলে ছাত্রছাত্রীদের একভুতি করনে উপজেলা শিক্ষা অফিসার চিঠি ইসুকরে। এ কারনেই স্থানীয় প্রশাসন গন্যমান্য ব্যাক্তি ও ইস্কুলের প্রাত্তন প্রধান শিক্ষক মর্মাহত হয়ে পড়ে, অনেক মিটিং আলোচনার পড় হরিনচড়া ইউনিয়নের মৃত, সাবেক চেয়ারম্যান এর ছেলে ও একই স্কুলের সাবেক প্রধান শিক্ষক বাবু জগদীশচন্দ্র রায় জমিদিতে রাজিহন, ১৬ই জুন বুধবার বিনামূল্যে স্কুলের নামে রেস্টিকরে দেন বর্তমান শতাংশ বিক্রহচ্ছে ৫০ হাজার করে মোটমুল্য ১৩ লক্ষ্য পঞ্চাশ হাজার টাকা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাইমারী শিক্ষা অফিসার আমির হোসেন,ডোমার থানার ভারপ্রাপ্ত ওসি মোস্তাফিজার রহমান, বর্তমান সময়ে এ রকম দান করা ব্যাক্তি মেলাভার এ মহৎ কাজটি প্রচার হওয়ায় এলাকার মানুষ ধন্যবাদ ও সংবর্ধনা দেওয়ার জন্য ব্যাপক আগ্রহ প্রকাশ করেছেন। না বল্লেনয় এ মহৎ কাজটি করতে একনিষ্টভাবে অবদান রাখেন ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান শাখাঃ আঃ সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ। শালমার ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক সাংবাদিক সত্যেন্দ্র নাথ রায়, স্কুলের শিক্ষক ম্যানেজিং কমিটির সভাপতি বনোমালী রায়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.