নীলফামারীর ডোমারে পাটের ব্যাপক চাষাবাদ

0

সত্যেন্দ্র নাথ রায়, নীলফামারী প্রতিনিধি : গত বৎসর পাটের ভালদাম পাওয়ায় এবারে ব্যাপক ভাবে পাট চাষাবাদ শুরু করেছে কৃষক।
নীলফামারীর ডোমারে সরেজমিনে গিয়ে জানাযায় হরিনচড়া ইউনিয়নের শ্বরনী কান্ত বর্মন জানান গত বৎসর প্রতি ১মন পাট দুই হাজার ছয়শত টাকায় প্রথম বিক্রী করি,পরে দিকে মন ৬০০০ হাজার টাকা পর্যন্ত বিক্রী করি।গেলবছর ১বিঘা আবাদ করি এবার ৬৬ শতাংশ জমিতে পাট লাগাইছি। সোনরায় ইউনিয়নের ডুগডুগি, গ্রামের লাবান্য চন্দ্ররায় জানান এবারে নিজ ও আধিয়ার মিলে ৮ একর জমিনে পাট চাষ করেছি, গতবারে ভাল দাম পাওয়ার কারনে। পাট ৩৩ শতাংশে জমিনে হালচাষ, পাটবিচ, নিড়ানি,পাটকাটা,জাগ,ধোয়া শুকানো সহ মোট খরচ তিন হতে চার হাজার টাকা। অল্প খরজে চাষাবাদ করাযায়।

১ বিঘা জমিতে আট হতে নয় মন পর্যন্ত ফলন হয়। মিরঞ্জাগঞ্জ এলাকার কৃষক,দুর্লব চন্দ্ররায় জানান, যখন ঘড়ে আমাদের মাল থাকে তখন বাজারে দামকম,যখন হামার শেষ হয়াযায় তখন হুলুস থুলুস দাম,এইটা হতে পারেনা, বোরাগাড়ী ইউনিয়নের জুয়েল,জাহাঙ্গীর বলেন পাটের গতবার ভালদাম পাওয়ার ফলে যে ১ বিঘা তারা ২বিঘা চাষাবাদ করেছে আর ২ বিঘা যার তারা ৩ বিঘা। ফসলে অধিক লাভ পাবে সেই ফষলে কৃষক ঝুকে পড়বেই, এটাই বাস্তব। এ বিষয়ে ডোমার উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) আনিসুজ্জামান এর সাথে কথা হলে বলেন,এবারে উপজেলায় ১ হাজার ৮শত ৫৫হেক্টর জমিতে পাটচাষ হয়েছে।গত বার হয়েছিল এক হাজার তিনশত ৫০ হেক্টর। গতবারের তুলনায় ৪০৫ হেক্টর জমিনে বেশী। আমারা সাধ্যমত কৃষকদের পরামর্শ ট্রেনিংসহ নানাভাবে সহযোগিতা করে আসছি।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.