রাঙ্গামাটিতে বিনামূল্যে বীজ ও সার পেল ৫০ কৃষক

0

রাঙ্গামাটি প্রতিনিধি: মহামারি করোনা ভাইরাস ও প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ২০২০-২১ অর্থবছরে কৃষি প্রণোদনা ও কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় রাঙ্গামাটি সদর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

রোববার (৪ জুলাই) সকালে রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সদর উপজেলা কার্যালয়ের উদ্যোগে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

রাঙ্গামাটি সদর উপজেলায় আমন বীজ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রত্যেককে ১বিঘা করে জমির জন্য ৫ কেজি আমন বীজ ধান, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার সহায়তা প্রদান করা হয়েছে।

উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর উপজেলার চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, সদর উপজেলার প্যানেল ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আপ্রু মারমা, কৃষি সম্প্রসারণ অফিসার মিতু চন্দ্র পাল প্রমূখ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.