দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন প্রদান

0

রাঙ্গামাটি প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২০২১-২২ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় রাঙ্গামাটি সদর উপজেলার ৬ টি ইউনিয়নের প্রশিক্ষিত ১৮ জন দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল ১১ টায় সদর উপজেলা পরিষদের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সীর (জাইকা) সহযোগিতায়
উপজেলা পরিষদ হল রুমে এ সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম। এতে উপকারভোগী মহিলাগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আমরা চাই সমাজের প্রত্যেকটা নারী নিজের পায়ে দাঁড়িয়ে কাজ করুক। প্রত্যাশা রাখবো এই সেলাই মেশিনের মাধ্যমে দুঃস্থ মহিলাগণ আত্মনির্ভরশীল হবেন এবং পরিবার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। এ সময় বিতরণকৃত সেলাই মেশিনগুলো বিক্রি না করার জন্য অনুরোধ জানান।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.