লকডাউন অমান্য করে নকলা পৌর শহরের পাইস্কাতে গরুর হাট

0

নকলা প্রতিনিধি : সরকার ঘোষিত লকডাউন অমান্য করে নকলা পৌর শহরের পাইস্কাতে গরুর হাট বসানো হয়েছে । নকলা উপজেলার দায়িত্বে আছেন ইউএনও জাহিদুর রহমান , সেনাবাহীনির ১০০ সদস্য বর্ডার গাড ৪০জন, পুলিশ ৪০ জন এছাড়া ৪ জন ম্যাজিষ্ট্রেটড । কঠিন লকডাউন চলছে যেখানে বলা হয়েছে অপ্রয়োজনে ঘরের বাহিরে যাবেন না দোকানপাট খোলবেন না ,মাক্স ছাড়া বাহির হবেন না । বিনা কারনে রাস্তায় উঠবেন না হাট বাজার বসাবেন না এই লকডাউনের মধ্যেও গরুর হাট বসিয়ে জমজমাট বেচা কেনা চলছে । হাজার হাজার মানুষ লকডাউনের কোন নিয়ম নিতি না মেনে এবং সরকারী আইনকে বৃদ্বাআঙ্গলি দেখিয়ে বসছে নকলা শহরের পৌর গরুর হাট বাজার। এই বাজারটি ডাক দেওয়া হয়েছে দেড় লাখ টাকা অথচ সরকারি খাস জায়গা শেখ রাসেল স্মৃতি পার্কে বসিয়ে পরিবেশ নষ্ট করছে ইজারাদার ও সরকারের দায়িত্ববান কর্মকর্তারা ।

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.