অভয়নগরে নদীগর্ভে বিলীনের পথে রানাগাতী খেয়াঘাটের যাত্রীছাউনী

0

সোম মল্লিক যশোর প্রতিনিধি : অভয়নগরে ভৈরব নদের তীব্র স্রোত ও সংস্কারের অভাবে রানাগাতী খেয়াঘাটের একমাত্র যাত্রী ছাউনীটি নদীগর্ভে বিলীন হতে চলেছে। অবিরত নদের স্রোতের ধাক্কা ও সংস্কারের অভাবে যে কোন সময় নদীগর্ভে বিলীন হতে পারে এ যাত্রী ছাউনী। শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ৭নং শুভরাড়া ইউনিয়নের রানাগাতী প্রাইমারি স্কুল সংলগ্ন গুরুত্বপূর্ণ এ যাত্রী ছাউনীটি জরাজীর্ণ অবস্থায় মুখ থুবড়ে পড়ে রয়েছে।

প্রতিদিন হাজার-হাজার মানুষের পারাপারের অন্যতম একটি খেয়াঘাট এটি। এ খেয়াঘাট সংলগ্ন অবস্থিত রানাগাতী প্রাইমারী স্কুল। এ স্কুলে নদীর দু’পড়ের শতশত শিক্ষার্থী লেখাপড়া করে। বৃষ্টি, ঝড়সহ বিভিন্ন প্রতিকূলতায় স্কুলের শিক্ষার্থী ও ইউনিয়নের মানুষ গুরুত্বপূর্ণ যাত্রী ছাউনীতে আশ্রয় নেয়। প্রখর তাপে খেয়ার জন্য অপক্ষোর জন্য অন্যতম স্থান এ যাত্রী ছাউনীটি।

জানা যায়, প্রায় ১৫ বছর আগে ইউনিয়ন পরিষদের এক বাজেটে তৈরি করা হয়েছিল এ যাত্রী ছাউনী। সময়ের বিবর্তনে সংস্কারের অভাব, কতৃপক্ষের উদাসীনতা ও নদেও স্রোতের কারনে ছাউনীটির এ জরাজীর্ণ ও ভঙ্গুর দশা। যাত্রী ছাউনীটির যতটুকু দৃশ্যমান রয়েছে তাও নদীর স্রোতের টানে ভেঙ্গে যাচ্ছে।

স্থানীয় খেয়াঘাটের মাঝি এ প্রতিবেদককে জানান জোয়ারের সময় পানির চাপে আস্তে আস্তে ভেঙ্গে নদীতে চলে যাচ্ছে যাত্রী ছাউনী। এলাকাবসী ফরহাদ মল্লিক জানান, প্রতিদিন হাজারের ও বেশি লোক এ ঘাট দিয়ে পারাপার হয়ে থাকে। যাত্রীদের বসার জন্য এ ছাউনী ছাড়া অন্য কোন জায়গা নেই, যা ছিলো তাও নষ্ট হয়ে গেছে।

খেয়াঘাটের যাত্রী ও এলাকাবাসী উপজেলার নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনাসহ দ্রুত এ ছাউনীটি সংস্কার করে এলাকার মানুষের দুঃখ লাঘবে আন্তরিক সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি নদী বন্দর কর্তৃপক্ষের নিকট ঘাটের ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আহবান জানিয়েছেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.