পাবনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ১৪৪

0

পাবনা প্রতিনিধি : পাবনায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু ও ১৪৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সোমবার দুপুর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত এই মৃত্যু ও আক্রান্তের সংখ্যা।

পাবনা জেনারেল হাসপাতালের পরিসংখ্যানবিদ সোহেল রানা জানান, হাসপাতালের করোনা ইউনিটে ৬৬ জন রোগী ভর্তি রয়েছে। এক দিনে হাসপাতালে করোনা উপসর্গে মারা গেছেন ৩ জন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা গেছেন ১ জন। এছাড়াও সদরের আরও ১ জন উপসর্গে মারা গেছেন।

উপসর্গে মৃতরা হলেন- পাবনা শহরের শালগাড়িয়া এলাকার মুনজু হোসেনের ছেলে রিপন হোসেন (৪০), হেমায়েতপুরের আইনুদ্দিনের ছেলে আফজাল মিয়া (৭০), ঈশ্বরদীর বাঁশেরবাঁদা এলাকার শাগতা বেগম (৭০), শহরের সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসিনা আক্তার রোজীর ননদ আফরোজা খানম মিলি (৬০)।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গে মারা যাওয়া ১ জনের জনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পাবনা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা অংশুপ্রতীম বিশ্বাস জানান, ২৪ ঘণ্টায় পাবনার ১ হাজার ২৮৯ জনের নমুনা পরীক্ষা করে ১৪৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক ১৭ শতাংশ।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.