উলিপুরে গরীবের অর্থ হাতিয়ে নেয়ায় বরখাস্ত হলেন গুণাইগাছ ইউপি চেয়ারম্যান খোকা
আল এনায়েত করিম রনি, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে গরীব অসহায়দের জন্য সরকারের বরাদ্দকৃত অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে গুণাইগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ খোকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপসচিব স্বাক্ষরিত একপত্রে তাকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়। রবিবার (৮ আগস্ট) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়েছে। অভিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ খোকা হতদরিদ্রদের ১৩ লাখ ৫২ হাজার ৬শ’ টাকা আত্মসাৎ করেছেন মর্মে সত্যতা পাওয়া গিয়েছে।
জানা যায়, চলতি বছরের মে মাসে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গুনাইগাছ ইউনিয়ন পরিষদে ৬ হাজার ১৭৮ হতদরিদ্র পরিবারের মাঝে ৪৫০ টাকা করে ২৭ লাখ ৮০ হাজার ১শ টাকা ভিজিএফ এর বরাদ্দ আসে। গত ১৩ মে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চেয়ারম্যান ৩ হাজার ১৫০ পরিবারের মাঝে টাকা বিতরন করেন। বাকী ৩ হাজার ২৮ পরিবারের ১৩ লাখ ৬২ হাজার ৬শ টাকা চেয়ারম্যান তার নিজস্ব ব্যাংক হিসাব নম্বারে গচ্ছিত রাখেন। এ ঘটনায় বঞ্চিতরা ইউনিয়ন পরিষদের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে। খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে ছুটে গিয়ে অনিয়মের ঘটনা ফাঁস করে সংবাদ প্রচার করে।
উদ্বুদ্ধ ঘটনার পরিপ্রেক্ষিতে উলিপুর উপজেলা প্রশাসন থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, উপজেলা চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু ও উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির ঘটনাস্থলে গিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ খোকাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ভিজিএফ এর টাকা হতদরিদ্রদের মাঝে ঈদের আগে বিতরন না করে চেয়ারম্যানের নিজস্ব হিসাব নম্বারে জমা রাখার অপরাধে ও সরকারি টাকা আত্মসাতের অভিযোগে ওই দিন (১৩ মে) উলিপুর থানায় চেয়ারম্যান আবুল কালাম আজাদ খোকার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক কুড়িগ্রাম স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা ৩৪ (৪) (খ) ও (ঘ) অপরাধ সংঘটিত করায় ৩৪ (১) অনুযায়ী ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের সুপারিশ করা হয়। এরই প্রেক্ষিতে ৮ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. আবু জাফর রিপন পিএএ স্বাক্ষরিত পত্রে তাকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়।
এ ব্যাপারে গুনাইগাছ ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ খোকা জানান, এ বিষয়ে কোন পত্র পাইনি এবং সাময়িক বরখাস্ত হওয়ার বিষয়টি আমার জানা নেই। উলিপুর উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি বলেন, এখন পর্যন্ত গুনাইগাছ ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের চিঠি পাইনি। তবে এ ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।