পাবনায় যুবলীগের কালো পতাকা প্রদর্শন ও মানববন্ধন

0

পাবনা প্রতিনিধি : ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে পাবনা জেলা যুবলীগের উদ্যোগে কালো পতাকা প্রদর্শন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে শহরের আব্দুল হামিদ সড়কের প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, জেলা যুবলীগের আহবায়ক আলী মুর্তজা বিশ^াস সনি, যুগ্ন আহবায়ক শিবলী সাদিক শেখ শাকিরুল ইসলাম রনি, ভাড়ারা ইউপি চেয়ারম্যান আবু সাইদ খান প্রমুখ।

বক্তারা বলেন, শোকাবহ এই আগস্ট মাসে জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার স্বপরিবারে গুলি করে হত্যা করে এই দেশীয় একটি কুচক্রী মহল। আবার এই আগস্ট মাসেই জঙ্গীরা সারাদেশে সিরিজ বোমা হামলা চালিয়েছিলো। সেই জঙ্গীদের বুদ্ধিদাতারা এখনো এই দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই সকল জঙ্গী সংগঠনের সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে এসে তাদের কঠোর শাস্তির দাবি জানান বক্তারা।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.