আড়িয়া গোহাইলবাড়ি নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন – এমপি গোলাম ফারুক প্রিন্স
রফিকুল ইসলাম সুইট : পাবনা সদর উপজেলা চরতারাপুর ইউনিয়নের আড়িয়াল গোয়ালবাড়ি নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। মঙ্গলবার দুপুরে তিনি এসব নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সংক্ষিপ্ত আলোচনা বক্তব্য রাখেন তিনি। বক্তব্য কালে তিনি বলেন,গোলাম ফারুক প্রিন্স বলেছেন- পাবনা জেলার বিভিন্ন স্থানে পদ্মা ও যমুনা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এই বালু উত্তোলনের ফলে প্রকৃতি ভারসাম্য হারাচ্ছে, নদী ভাঙ্গনের তীব্রতা বাড়ছে এবং রাস্তাঘাটের ব্যাপক ক্ষতির ফলে সরকারে উন্নয়ন ব্যহত হচ্ছে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তিনি আরো বলেন, পদ্মায় ভাঙ্গণ রোধে পানি উন্নয়ন বোর্ডের সাথে এবং সংশ্লিষ্টদের সাথে আলাপ করে স্থায়ী সমাধান করা হবে। নদী ভাঙ্গনের ফলে এবং বন্যায় ক্ষতিগ্রস্থদেও ব্যাপারে জেলা প্রশাসন সহ সংশ্লিষ্টদের সাথে সমন্বয় করে ব্যবস্থা নেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জলিল বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, সদস্য সিদ্দিকুর রহমান খান, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, চরতারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল বিশ্বাস, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত শফিকুল আজম, সাদুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রইচ খান, সাদুল্লাহপুর ইউনিয়ন স্বেচ্চাসেবক লীগের আহ্বায়ক বদরুজ্জোহা মানিক, চরতারাপুর ইউনিয়ন স্বেচ্চাসেবক লীগের আহ্বায়ক শাহজাহান আলী তোফা, যুগ্ন আহ্বায়ক মোস্তফা কামাল, সাদুল্লাহপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জয় মাহমুদ জিয়া সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।