দিনাজপুরে চুরি করার সময় ইউপি সদস্যসহ আটক ৪ জন

0

মোঃ আসাদুল্লাহ আল গালিব, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৬ নং অমরপুর ইউনিয়নের অমরপুর গ্রামের প্রামাণিক পাড়ায় চুরি করার সময় অত্র ইউপি সদস্যসহ ৪ জনকে আটক করেছেন চিরিরবন্দর থানা পুলিশ। এ ব্যাপারে অমরপুর গ্রামের গার্মেন্টস শ্রমিক মোঃ স্বপন রহমানের স্ত্রী শাহেরা বানু বাদী হয়ে চিরিরবন্দর থানায় একটি চুরির মামলা দায়ের করেছেন। আটককৃতরা হলেন- লক্ষ্মীপুর গ্রামের উত্তর পাড়ার মোঃ জিয়ারুল ইসলামের পুত্র বর্তমান অমরপুর ইউনিয়নের ইউপি সদস্য মোঃ মনিরুজ্জামান মনির (৪৩) একই গ্রামের মোঃ আজগার আলীর পুত্র মোঃ সম্পদ শাহ্(২৬) ও মোঃ মাজেদুর রহমানের পুত্র মোঃ মাসুদ রানা (২২) এবং বাসুদেবপুর গ্রামের মোঃ ফরাহিম শাহর পুত্র মশিউর রহমান শান্ত (২৭)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শনিবার (১০ সেপ্টেম্বর) রাত আনুমানিক দুইটার সময় বাড়ির প্রাচীর টপকে বাড়িতে প্রবেশ করে ঘরের ভিতরে ঢুকে আলমারি থেকে এক জোড়া স্বর্ণের কানের দুল ও টেবিলের উপর ভ্যানিটি ব্যাগ হতে চার হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় শাহেরা বানু টের পেয়ে চিৎকার করলে এলাকার লোকজন এসে তাদের আটক করে চিরিরবন্দর থানায় খবর দেয়। তৎক্ষনাৎ চিরিরবন্দর থানা পুলিশ ঘটনা স্থলে আসলে এলাকাবাসী পুলিশের কাছে সোপর্দ করেন। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার বিডি২৪ভিউজ কে জানান, উক্ত বিষয়টি সঠিকভাবে তদন্ত করা হচ্ছে এবং আটককৃতদের আজকে (১১ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.