পাবনায় বাঁচতে চাই’র আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা

0

পাবনা প্রতিনিধি : আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিতি হয়। ১১ সেপ্টেম্বর বেলা ১১টায় গণসাক্ষরতা অভিযান ও বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে পাবনা অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে শহীদ সাধন সঙ্গীত মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ জ্যোষ্ঠ সাংবাদিক আব্দুল মতীন খানের সভাপতিত্বে সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা এসএম মোসলেম উদ্দিন ও সরকারী মহিলা কলেজের প্রভাষক হালিমা খাতুন। স্বাগত বক্তব্য দেন আয়োজক সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু।

সভায় মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে ‘‘সাক্ষরতা এবং তথ্য প্রযুক্তিকে মানবকেন্দ্রীক সক্ষমতা পুনরুদ্ধার প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে রাখা’’ শীর্ষক দিবসের প্রতিপাদ্যের উপর ধারণপত্র উপস্থাপন করেন সংস্থার মিডিয়া ফেসিলিটেটর সাংবাদিক কামাল সিদ্দিকী। ধারণাপত্রের উপর মুক্ত আলোচনা ও সুপারিশ তুলে ধরে বক্তব্য রাখেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য সাইফুল ইসলাম, শিক্ষক হেলেনা খাতুন, শিক্ষক হাসিনা আক্তার রোজি, শিক্ষক জেসমিন আরা শিল্পী, মোঃ সাগর, নাজিরা পারভীন, ডলি খাতুন, জুলেখা, মোঃ আনোয়ার হোসেন, মহিউদ্দিন আকবর প্রমুখ। প্রধান অতিথি বলেন, ডিজিটাল ডিভাইস সঙ্কোচুত করে মানবতা কেন্দ্রীক শিক্ষার জ্ঞান সম্প্রসারণ এখন সময়ের দাবী।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.