ডোমারে স্কুলের রাস্তার জমি দিতে আগ্রহী নৃপেন্দ্র নাথ সাহা

0

সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী, প্রতিনিধি : নীলফামারীর ডোমার শালমারা বন্দর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চলাচলে রাস্তার জমি দিতে আগ্রহ প্রকাশ করলে বাবু নিপেন্দ্র নাথ সাহা। ১৬ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় স্কুল প্রাঙ্গনে এক আলোচনা সভায় জমি দেয়ার বিষটি কতৃপক্ষকে জানিয়ে বলেন মৃত্যুর পর কি পাবো বলেন। আমাদের এই এলাকার গরীব দুখী মানুষের সন্তানেরা এই স্কুলে পরাশুনা করবে। রাস্তার জন্য পাঁচ শতাংশ দিতে পারবোনা এ হতে পারেনা।তিনি ডোমার সাহাপাড়া এলাকার বিশিষ্ঠ ব্যবসায়ী। সেচ্ছায় ৫ শতাংশ জমি স্কুলের নামে লিখে দেয়ার সম্মতি জ্ঞাপন করেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ,উঃপঃশিক্ষা অফিসার আমির হোসেন,হরিনচড়া ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম,স্কুলের কমিটি ও শিক্ষক, এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ শালমারা ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদক সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ। উল্লেখ্য ২১সালের ১৬ই জুন ঐ স্কুলের প্রাত্তন প্রধান শিক্ষক ও হরিনচড়া ইউনিয়নের মৃত সাবেক চেয়ারম্যান বাবু ধরনীকান্ত রায় প্রথম সন্তান জগদিশ চন্দ্র রায় এশিয়ান রোড হওয়ার কারনে স্কুল বিলুপ্তি ঠেকাতে ২৭ শতাংশ জমি সেচ্ছায় দান করেন ।

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.