পাবনায় বিশ্ব বসতি দিবস পালিত

0

রফিকুল ইসলাম সুইট :‘নগরীয় কর্মপন্থা প্রয়োগ করি, কার্বনমুক্ত বিশ্ব গড়ি’ এ প্রতিপাদ্য নিয়ে পাবনায় পালিত হলো বিশ্ব বসতি দিবস-২০২১। সোমবার দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ পাবনার আয়োজনে দিবসটি পালিত হয়। ১০ টায় পাবনা গণপূর্ত কার্যালয় তেকে র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করেন। র‌্যালির উদ্বোধন করেন গণপূর্ত বিভাগ পাবনা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফয়সাল রহমান। র‌্যালিতে গণপূর্ত সার্কেল ও গণপূর্ত বিভাগ পাবনার সকল কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আকতার এর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ গ্রহন করেন পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ার রহমান, গণপূর্ত বিভাগ পাবনা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফয়সাল রহমান, জেল সুপার শাহ আলম সরকার, গণপুর্তর উপ বিভাগীয় প্রকৌশলী আব্দুস সাত্তার, মো. মারুফ হোসেন, সহকারী পুলিশ সুপার শরীফুল ইসলাম প্রমূখ। ১৯৮৫ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সিদ্ধাস্ত অনুযায়ী প্রতিবছরের অক্টোবর মাসের প্রথম সোমবার এই দিবসটি পালিত হয়ে আসছে। সভায় বিশ্ব বসতি দিবসের বাস্তবায়নের সচেষ্ঠ হওয়ার ব্যাপাওে সবাই আরো সচেতন হওয়ার সিদ্ধান্ত হয়।

 

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.