নিরানন্দ উড়ান প্রহর/ কাজী আতীক

0

নিরানন্দ উড়ান প্রহর/
কাজী আতীক।

মেঘের বেশ খানিকটা উপরে ভাসছি, আমেরিকান
এয়ারলাইনস এর বুয়িং ৭৭৭-২০০ আকাশযানে

ক’দিন আগে ঠিক এ পথেই ইউকে মুখি যাত্রা ছিলো
অধিক আগ্রহের, এখোন ফিরছি নিজ বাসস্থানের দিকে
তবু যেনো এক অনাগ্রহ যাত্রার নিরানন্দ উড়ান প্রহর।

পেছনে ফেলে আসা একমাত্র বোন আর আরো যারা স্বজনের চেহারাগুলো ভাসছে সাথে, তাই ভগ্ন হৃদয়
তবু ফিরছি- ফিরতে হয় তাই, যেমন “সব পাখি ঘরে ফিরে”,

যদিও ঘরে ফেরার আনন্দও কিছু কম হওয়ার কথা নয়।
তবু কি যেনো কি এক হারানো দুঃখ দুঃখ অনুভব নিয়ে
পাড়ি দিচ্ছি মহাসাগর আটলান্টিক ইউএসএ অভিমুখে,
আর ঘন্টা দুই সময়- তারপরই ইতি হবে এ যাত্রাপথের
নির্ধারিত সময়ের এক ঘন্টা আগেই হচ্ছে অবতরণ
অতঃপর নিউ ইয়র্ক,- আবারো সেই নৈমিত্তিক জীবনে।

(আটলান্টিক, ৩৬ হাজার ফিট উপরে, ৩ অক্টোবর ২০২১)

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.