মুক্ত আকাশে উড়ল আরও ১৫টি বক

0

রিয়াজ হোসেন (লিটু), নাটোর: নাটোরের সিংড়ায় পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের যৌথ অভিযানে আরও ১৫টি বক উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৮ অক্টোবর) ভোরে উপজেলার চকলংকা ও চামারি এলাকা থেকে বকগুলো উদ্ধার করা হয়। এ সময় পরিবেশ কর্মী ও সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে পাখি শিকারিরা পালিয়ে যায়।

পরে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. এম. সামিরুল ইসলামের সহযোগিতায় উপজেলা চত্ত্বরে বকগুলো অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও পরিবেশ কর্মী অ্যাডভোকেট সাইদুর রহমান সৈকত, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি ও পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এস.এম. রাজু আহমেদ, সহ সভাপতি খলিল, সাংগঠনিক সম্পাদক রবিন খান, দফতর সম্পাদক ও পরিবেশ কর্মী মাহিদুল ইসলাম মানিক। পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়েদ আহমেদ সৈকত বলেন, চলনবিল এলাকা পাখিদের অবাধ চারণভূমি। কিন্তু কিছু পাখি শিকারিরা পাখি মারছে। এদেরকে প্রতিহত করতে পরিবেশ কর্মীরা সজাগ রয়েছে।

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.