সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে গাংনীতে মানববন্ধন

0

তৌহিদ উদ দৌলা রেজা : ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ এ শ্লোগানে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও অপরাধীদের বিচারের দাবীতে গাংনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সু-শাসনের জন্য নাগরিক (সুজন) এর নেতৃত্বে জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরাম, বিকশীত নারী নেটওয়ার্ক ও ইয়ূথ এ্যান্ডিং হাঙ্গার এ মানববন্ধনের আয়োজন করে।

সুজনের গাংনী উপজেলা শাখার সভাপতি অধ্যাপক আব্দুর রশিদের সভপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সহ-সভাপতি ইয়াসিন রেজা, সুজনের গাংনী উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক। সুজনের সহ-সভাপতি এসএম সায়েম পল্টুর সঞ্চালনায় বক্তারা বলেন, সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ করে অবিলম্বে সহিংস ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠণ করে দোষীদের বিচারিক প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। তারা আরও বলেন সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাজনীতিতে ধর্মের ব্যবহার ও ধর্মভিক্তিক রাজনীতি নিষিদ্ধ করে পরষ্পরকে দোষারুপের রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার উপস্থিত ছিলেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.