খানসামা উপজেলায় সরকারি ভাবে ধান সংগ্রহের লক্ষ্যে লটারির মাধ্যমে ২৫৩ কৃষক বাছাই

0

মোঃ আসাদুল্লাহ আল গালিব,দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলায় সরকারি ভাবে আমন (২০২১-২২) মৌসুমে ধান সংগ্রহ করার লক্ষ্যে খানসামা উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগ অনলাইন লটারীর মাধ্যমে ২৫৩ জন কৃষককে বাছাই করেছেন।

জানা গেছে,খানসামা উপজেলার ছয়টি ইউনিয়নের অনলাইন লটারীর মাধ্যমে বাছাইকৃত ২৫৩ জন কৃষকের কাছে ২৭ টাকা কেজি দরে মোট ৭৬০ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।

বুধবার (১৭ নভেম্বর) উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির উদ্যোগে কৃষকের এ্যাপসে নিবন্ধিতদের মধ্যে কৃষক বাছাই কার্যক্রম উদ্বোধন করেন খানসামা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)রাশিদা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বাসুদেব রায়, পাকেরহাট এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা সৌমিত্র কুমার বসাক, খানসামা এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল আক্তার ও কৃষকগণ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.