নীলফামারীতে নদী সংলাপ ২১ অনুষ্ঠিত

0

সত্যেন্দ্রনাথ রায়ঃ নীলফামারী প্রতিনিধি : চলো নদীর কথা শুনি, প্রকৃতি-পরিবেশ-প্রতিবেশ রক্ষা করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুই হাজার একুশ নদী সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

১৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টার সময় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি(বেলা)ও রিভারাইন পিপল এর আয়োজনে নীলফামারীর কলমন্দার বুড়িখোড়া নদীর তীরে পারঘাট আলোর বাজার নামক স্থানে নদী সংলাপ২১অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বেলার প্রধান নির্বাহী ও সুপ্রীমকোর্ট এর এ্যাড.সৈয়দা রেজওয়ানা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন রিভারাইন পিপল ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ড.তুহিন ওয়াদুদ,ডোমার উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম,রংপুর ও নীলফামারী অঞ্চলের,বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষের নির্বাহী পরিচালক আঃ হারুন অর-রশিদ, নীলফামারী পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা আমিনুর রহমান।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন রিভারাইন পিপল ও নীলফামারী নদী সুরক্ষা কমিটির সমন্বয়ক আব্দুল ওয়াদুদ প্রমুখ। অনূষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লক্ষীচাপ ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান।

নীলফামারী অঞ্চলের ৬ টি নদী কমিটির সদস্য, সাংবাদিক সহ গন্য মান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালন করেন বেলার রাজশাহী ও রংপুর অঞ্চলের সমন্বয়ক তন্ময় রায়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.