দিনাজপুরের খানসামায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

0

মোঃ আসাদুল্লাহ আল গালিব,দিনাজপুর প্রতিনিধি: রবি(২০২১-২২)মৌসুমে সরিষা,গম, ভুট্টা, সূর্যমুখী,শীতকালীন পেয়াজ ও মুগ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুর জেলার খানসামা উপজেলায় ৩৭১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়ের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন ইউএনও রাশিদা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার শাহানা আফরোজ ও কৃষক-কৃষাণীগণ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.