গাংনীতে ট্রলি চাপায় জজ কোর্টের পেশকার নিহত

0

তৌহিদ উদ দৌলা : মেহেরপুরের-কুষ্টিয়া সড়কের চেংগাড়া বাস স্ট্যান্ডে ইট বোঝাই ট্রলি চাপায় জজ কোর্টের পেশকার মোমিনুল হক (৩২) নিহত হয়েছেন। রবিবার (২১নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। মোমিনুল হক গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামের মৃত মরজুল হকের ছেলে। মোমিনুল হক দৈনিক ভোরের ডাক পত্রিকায় মেহেরপুর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। পরে সাংবাদিকতা ছেড়ে মেহেরপুর জজকোর্টে চাকরীতে যোগদান করেন।

স্থানীয়রা জানান, মোমিনুল হক বাড়ি থেকে মোটর সাইকেল যোগে মেহেরপুর জজকোর্টে যাচ্ছিলেন। চেংগাড়া নামক স্থানে মোটর সাইকেল উল্টে রাস্তায় পড়ে গেলে ইটভর্তি একটি ট্রলি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন মোমিনুলকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. শায়লা আহমেদ তাকে মৃত ঘোষণা করেন। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোমিনুল হককে চাপা দেওয়া ই্ট বোঝাই ট্রলিটিকে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে গাংনী থানায় একটি অভিযোগ গ্রহন সাপেক্ষে মরদেহ ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.