অন্ধকারে আলোর মিছিল হাতে পার্বত্য বান্দরবানের মহিলারা

0

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: “ নারীর প্রতি সংহিসতা বন্ধের এখনই সময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে নারীর প্রতি সংহিসতা নির্মুল দিবস উপলক্ষে মানববন্ধন ও মোববাতি প্রজ্বলন অনুষ্ঠিত হয়েছে।

২৫ নভেম্বর বৃহস্পতিবার বিকালে অনন্য কল্যাণ সংগঠন একে এস এর আয়োজনে মুক্তমঞ্চ প্রাঙ্গণে মানব বন্ধনে অনন্য কল্যাণ সমিতির সভাপতি ডনাইপ্রু নেলীর সভাপতিত্বে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।

এই সময় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বান্দরবান দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচমং মারমা, ও গণমান্য ব্যক্তিবর্গ প্রমুখ । শিক্ষা ও দক্ষতার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে মেয়ে শিশু ও নারীর ক্ষমতায়ন প্রকল্পের ”আওতায় লিঙ্গ ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬দিন ব্যাপী সক্রিয় কার্যক্রম উপলক্ষে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন নারী ও পুরষ অংশ নেয়। পরে নিরবতা পালনে মধ্য দিয়ে সন্ধ্যায় মোমবাতী প্রজ্বলন করা হয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.