সাতক্ষীরায় গাড়ি চালক ও পরিবহন শ্রমিকদের সচেতনতামূলক ও শব্দ দূষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

0

রিজাউল করিম সাতক্ষীরা : শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদ্বারিত্বমূলক প্রকল্প, এর আওতায় সাতক্ষীরায় গাড়ি চালক ও পরিবহন শ্রমিকদের সচেতনতামূলক ও শব্দ দূষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০ টায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদ্বারিত্বমূলক প্রকল্প পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীতে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এই প্রশিক্ষণ কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) কাজী আরিফুর রহমান এর সভাপতিত্বে প্রধান প্রশিক্ষক হিসাবে গাড়ি চালক ও পরিবহন শ্রমিকদের প্রশিক্ষণ দেন সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপালের এ্যাসোসিয়েট প্রফেসর, (নাক কান ও গলা বিশেষজ্ঞ) ডাঃ নারায়ন প্রসাদ সান্যাল, সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী প্ররিচালক সরদার শরীফুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিলটন প্রমূখ। প্রশিক্ষণ কর্মশালায় জেলার শতাধিক গাড়ি চালক ও পরিবহন শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়া হয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.