ডোমারে চায়ের দোকানে সরগরম হয়ে উঠছে ইউনিয়ন পরিষদ নির্বাচন

0
সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধি : ডোমারে চায়ের দোকানে সরগরম হয়ে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। যতই নির্বাচনের দিন ঘনিয়ে আসছে, ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ, শালমারা নন্দীতা ফিলিং স্টেশন সামনে কনিকা রানীর চায়ের হোটেলে চায়ের চুমকে সরগরম হয়ে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। হাট বাজারের, অলিতে গলিতে নির্বাচনকে সামনে রেখে পোস্টারে পোস্টারে ছেয়েগেছে নির্বাচনী এলাকা গুলো। প্রচারনার মাইকের আওয়াজে যেন ভোটের উৎসবে পরিনত হয়েছে।প্রর্থীরা ভোরে উঠে রাত পর্যন্ত ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোটপেতে দিচ্ছেন নানাপ্রতিশ্রুতি।নৌকা, আনারষ, চশমা, মোটরসাইকেল বিভিন্ন প্রতিকের স্লোগানে চলছে ব্যপক প্রচারনা।
উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রহিম সাথে কথাহলে জানান আগামী পঞ্চম ধাপের ৫ই জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে দশ ইউনিয়নে। এবারে চেয়ারম্যান প্রার্থী সংখ্যা ৫৪ জন,সংরক্ষিত মহিলা সদস্য ১২৯ জন,সাধারণ সদস্য সংখ্যা ৩৪৫ জন। ভোটার সংখ্যা ১লক্ষ ৭৮ হাজার৭৩১জন। এখন পর্যন্ত তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি,কোন অপ্রিতিকর ঘটনা ঘটলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ভাবেই ব্যবস্থা নেবে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.