বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কোভিট টিকাদান

0

পাবনা প্রতিনিধি : পাবনায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক ছাত্রছাত্রীদের কোভিট-১৯ টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়ছে। সোমবার সকালে পাবনা সিভিল সার্জন কার্যালয়ের বাস্তাবায়নে ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এ টিকা দেয়া হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পাবনা ইউনিটের সহযোগিতায় পাবনা বিদ্যালয় স্বাস্থ্য ক্নিনিকে ১২ থেকে ১৮ বছর বয়সী ৮০ জন বুদ্ধি প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের ফাইজারের টিকা দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পাবনা সিভিল সার্জন ডা: মনিসর চৌধুরী, বিদ্যালয় স্বাস্থ্য ক্নিনিকের কর্মকতা ডা: জান্নাতুল নাহার প্রমুখ। বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক পরিবারের সদস্যরা জানান, এই টিকা পেয়ে তারা খুশি। পাবনার সকল বুদ্ধি প্রতিবন্ধীদের এই টিকা কার্যকমের আওতায় আনার দাবী জানান তারা।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.