পাবনায় ভূমি কর্মকর্তাদের কালো ব্যাচ ধারণ কর্মসূচি

0

র ই রনি: কেন্দ্রীয় কর্মসূচির আলোকে পাবনা জেলার সকল পৌর/ ইউনিয়ন ভূমি অফিসের ভূমি কর্মকর্তাদের আজ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত পর্যাপ্ত যোগ্য জনবল নিয়োগ ও উন্নিত বেতন স্কেলের স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে কালো ব্যাচ ধারণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকাল এগারোটায় পাবনা সদর ভূমি অফিসের সামনে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি সহকারী কর্মকর্তা বদর উদ্দিন, আব্দুস সালাম ১ ও ২, ফিরোজ খান, আফসার আলী, খন্দকার মবিদুর রহমান। উপ সহকারী ভূমি কর্মকর্তা রফিকুল ইসলাম, আব্দুস সালাম, মিজানুর রহমান, মুছারুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে বক্তব্য কালে বক্তারা বলেন প্রায় দশ বছর ধরে নিয়োগ প্রকৃয়া বন্ধ থাকার কারনে ব্যাপক জনবল সংকটে রয়েছে ভূমি অফিস গুলো।

অবিলম্বে নিয়োগ দেয়া না হলে জনবল শুন্য হয়ে পরতে পারে ভূমি রাজস্ব বিভাগ। এদিকে উন্নিত বেতন স্কেল বাস্তবায়িত না হওয়ায় চরম হতাশায় দিনাতিপাত করছে কর্মকর্তা কর্মচারী বৃন্দ। তাই অতি দ্রুততার সাথে নতুন ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় দক্ষ আধুনিক ডিজিটাল জ্ঞান সম্পন্ন ব্যাক্তির নিয়োগ দান ও নিয়োগ বিধিমালা ২০২১ অনুযায়ী নিয়োগ ও পদোন্নতি প্রদান করতে সরকারের সদয় হবার জন্য আহ্বান জানিয়েছেন তারা।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.