নাটোর চিনিকলের আখ মাড়াই কার্যক্রম সমাপ্ত

0

রিয়াজ হোসেন লিটু, নাটোর: নাটোর চিনিকলের চলতি মৌসুমের আখ মাড়াই কার্যক্রম শেষ হয়েছে। চিনিকলে ৫৫ হাজার ৯৫৯ টন আখ মাড়াই করে তিন হাজার চার টন চিনি উৎপাদন হয়েছে। গত বছরের ৩ ডিসেম্বর নাটোর চিনিকলের আখ মাড়াই কার্যক্রম শুরু হয়। ৪২ মাড়াই দিবসে ৫০ হাজার টন আখ মাড়াই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অতিরিক্ত প্রায় ছয় হাজার টন আখ মাড়াই করতে সক্ষম হয় এই চিনিকল। অপরদিকে তিন হাজার টন চিনি উৎপাদন লক্ষ্যমাত্রার বিপরীতে অতিরিক্ত চার টন চিনি উৎপাদন হয়েছে। আখ মাড়াই কার্যক্রমে চিনি আহরণের হার ছিলো ৫.৩৬ শতাংশ। নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোঃ আবু বকর বলেন, সোমবার রাতে চিনি উৎপাদনের চূড়ান্ত হিসাব প্রস্তুত করা হয়েছে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.