দিনাজপুরে চেয়ারম্যানের নির্বাচনী প্রচারণায় ট্রাক্টর উল্টে নিহত ১

0

মোঃ আসাদুল্লাহ আল গালিব , দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে চেয়ারম্যানের নির্বাচনি প্রচারনায় ট্রাক্টর উল্টে ১২ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছ। গত বুধবার(২৬ জানুয়ারি) বিকেলে দিনাজপুরে বিরল উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নে এ দূর্ঘটনা ঘটে।

দিনাজপুর জেলার বিরল উপজেলায় দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণায় ট্রাক্টর উল্টে ১ জনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরো ১২ জন আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গত বুধবার(২৬ জানুয়ারি) বিকাল আনুমানিক সাড়ে ৫ টায় ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের প্রার্থী মোঃ নুর ইসলাম (ঘোড়া) মার্কা এর নির্বাচনী প্রচারণা কাজে যাওয়ার পথে কামদেবপুর-ধর্মপুর সড়কের ধর্মপুর জামকুড়ি নামক স্থানে ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় ধর্মজইন ভূটিয়াবন এলাকার শরিফ উদ্দীনের ছেলে মোহাম্মদ আলী(১২) ঘটনাস্থলে নিহত হয়।

স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। এখন পর্যন্ত প্রায় ১২ জন চিকিৎসাধীন রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিরল উপজেলার জগতপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শামসুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। বিরল থানার ওসি ফখরুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে কারণ উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, ষষ্ঠ ধাপে আগামী ৩১ জানুয়ারি বিরল উপজেলার ছয় ইউনিয়নের ভোটগ্রহণ হবে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.