পাবনায় সাংবাদিকদের দুইদিন ব্যাপী কর্মশালা শুরু

0

রফিকুল ইসলাম সুইট : পাবনায় কর্মরত সাংবাদিকদের “সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ” শীর্ষক দুইদিন ব্যাপী অন লাইন কর্মশালা শুরু হয়েছে। রবিবার সকাল ৯ টায় ন্যাশনাল ইনিষ্টিটিউট অব মাস কমিউনিকেশন এবং প্লাটফরম ফর ডায়লগ এর আয়োজনে এই কর্মশালা শুরু হয়।

জাতীয় গণমাধ্যম ইনষ্টিটিউট এর মহাপরিচালক শাহীন ইসলামের সভাপতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. মিজান উল আলম। ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. নজরুল ইসলাম এর সঞ্চলানায় উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ন সচিব আয়শা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক পাবনার আফরোজা আকতার, প্লাটফরম ফর ডায়লগ এর টিম লিডার মি. আর্সেন স্টেফিনিয়ন, জাতীয় গণমাধ্যম ইনষ্টিটিউটের পরিচালক একেএম আজিজুল হক প্রমূখ।

কর্মশালায় ৩১ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। তথ্য অধিকার বিষয়ে বাংলাদেশ বেতারের উপরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ে পরিচালক মো. জাহিদুল ইসলাম, অভিযোগ ও প্রতিকার ব্যবস্থা বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. মখলেছুর রহমান প্রশিক্ষণ প্রদান করেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.