কোটি টাকা ব্যায়ে নকলায় একই জায়গায় ৩টি সেতু নির্মাণ কোন কাজে আসছেনা

0

ইউসুফ আলী মন্ডল , নকলা প্রতিনিধি : শেরপুরের নকলায় একই জায়গায় ৩টি সেতু নির্মাণ কোটি টাকা ব্যায় করে কোন কাজে আসছেনা দীর্ঘদিন যাবত অকেজো পড়ে রয়েছে । শেরপুরের নকলার প্রশাসনের ভুল সিদ্ধান্তের কারনে চরমধুয়া নামাপাড়া সড়কের উপর ৩৩ মিটার করে ৩টি সেতু নির্মাণ করে ত্রানের বরাদ্দকৃত টাকায় । প্রতিটি সেতু নির্মাণ করা হয় ৩৩ লাখ করে টাকায় । একই সড়কে ১০০ গজের মধ্যে জেলা পরিষদ সড়ক পাকা করনের কাজ করে ৪৩ লাখ টাকা ব্যায়ে ।

এদিকে ত্রানের বরাদ্দে ৪০ লাখ টাকায় গুচ্ছগ্রামের মাটি ভরাট ও সেতুর পাশে মাটি ভরাট করা হয় কাবিটার ৪লাখ টাকা ব্যায়ে । এসড়ক দীর্ঘদিন কোন কাজে আসছেনা, সেতু গুলো অকেজো অবস্থায় যোগাযোগ বিহীন সেতু ও সড়ক পড়ে রয়েছে। এরই উপর মাটি ফেলে সড়ক ভরাট করা হয়েছে । এতে সরকারের প্রায় ২ কোটি টাকা একেবারেই গচ্ছা গেছে । উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ প্রসংঙ্গে বলেন , অফিসিয়াল ভাবে জেলা কর্মকর্তাকে জানানো হয়েছে । এখন উপরের নির্দেশ না পাওয়া পর্যন্ত আমরা আর নতুন কিছু করবো না ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.