নাটোরে ব্যতিক্রম ‘পথ বইমেলা’র আয়োজন

0

রিয়াজ হোসেন (লিটু), নাটোর: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নাটোর শহরে এক ভিন্নরকম ‘পথ বইমেলা’র আয়োজন করা হয়েছে। সোমবার (২১শে ফেব্রুয়ারি) সকালে শহরের কানাইখালী এলাকায় দৈনিক ‘প্রান্তজন’র পত্রিকার আয়োজনে এই ‘পথ বইমেলা’র এর উদ্বোধন করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।

আয়োজককারী দৈনিক ‘প্রান্তজন’ পত্রিকার সম্পাদক সাজেদুর রহমান সেলিম জানান, চতুর্থ বারের মতো এই পথ বইমেলায় আয়োজন করা হয়েছে। এই মেলায় শতাধিক লেখক ও প্রকাশকের পদচারণায় মুখোরিত হয়ে উঠে। বিশেষ করে পাবনা, রাজশাহী, নওগাঁসহ বিভিন্ন জেলার থেকে লেখকরা এসে থাকেন। আমরা বিক্রিতাকে সফল করতে পেরেছি। আমরা আশা করি আগামীতেও এমন ভাবে সফল ভাবে উদযাপিত হবে।
উদ্ধোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নাটোর-নওগাঁ) সংরক্ষিত আসনের সংসদ সদস্য রতœা আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলিসহ অনেকে। উদ্বোধনের পর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাত ৯টায় এই ‘পথ বইমেলাটি শেষ হবে।

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.